"প্রতিবাদের ভাষা লাল কি? "




হারিয়েছি দামামার কতেক ফুলকি।

বিদ্রোহীদের ছিল ভুল কি? 

 মৃত্যুর খাটিয়া পালকি।

প্রতিবাদের ভাষা লাল কি?


জৌলুষের মন জালকি।

রক্তে হলো সব লালকি?

মৃত্যুর খাটিয়া পালকি।

প্রতিবাদের ভাষা লাল কি?


বিবেকহীনের পৃথিবী আর কি।

সাম্য সমতার নীতি কার কি? 

প্রকাশ্যে স্মৃতি আর কি। 

প্রতিবাদের ভাষা হার কি?


জ্ঞানের রাজ্যে সমতা আর কি।

চেতনার বাগিচা দ্বার কি?

সত্য মিথ্যা আর কি?


 ইতিহাসের পাতা কার কি?

 বিদ্রোহীর চেতনা আর কি।

শোকের দিবস লাল কি?

মৃত্যুর খাটিয়া পালকি।

প্রতিবাদের ভাষা লাল কি?


.....

......



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টুডে ডিজি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Related Post List in BlogPost