আদ জাতির ধ্বংস

মহা বনের বহুবছর কেটেপর  গেছেপ্লা। আরবে আদ নামক একটা জাতি অতিশয় শক্তিশালী হয়ে উঠেছিল।



 তারা আল্লাহকে মানতো না- ইচ্ছামত যা খুশি করতো। কখনো পুতুল, কখনো পাথর ,কখনো গাছপালাকে পূজা করত। আল্লাহ তাআলা তাদের হেদায়েত করার জন্য হুদ (আ:) কে সৃষ্টি করলেন। হুদ আলাইহিস ওয়াসাল্লাম তাদের এই কুকর্ম দেখে মনে মনে অতিশয় দুঃখিত হলেন। তিনি তার জাতি-বর্গকে ডেকে বললেন: তোমাদের কুপ পথ থেকে সৎ পথে আনার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। যদি তোমরা তার প্রতি ঈমান না আনো তবে তিনি কঠিন গজব তোমাদের ওপর নাযিল করবেন। তোমরা আল্লাহ তাআলার ইবাদত কর আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই। তিনি এক অদ্বিতীয় এবং নিরাকার তিনি দয়ালু ও মহান। কাফেররা তাকে জিজ্ঞাসা করল: তুমি কি ভেবেছো যে, তোমার কথামতো আদমের ধর্ম ছেড়ে তোমার নিরাকার আল্লাহর এবাদত করব? ওসব আমাদের কাছে চলবে না। যদি বেশি বাড়াবাড়ি করো তবে মেরে হাড় গুঁড়ো করে দেব। হযরত হুদ (আ:) তাদের কথা মান্য করলেন না। তিনি এই কু পথগামী লোকদের ধর্মপথে আনবার জন্য যথাসাধ্য উপদেশ দিতে লাগলেন। মাত্র কয়েক জন লোক তার কথা বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আনলো। অধিকাংশ লোকই তার উপদেশ শুনলো না। অবহেলা করে বলল :হুদ! তুমিতো আমাদের মত মানুষ ছাড়া আর কিছুই নও। বড় বড় বক্তৃতা করে আমাদের মধ্যে সম্মান লাভ করতে চাও এইতো তোমার উদ্দেশ্য। যদি আল্লাহর শিক্ষা দেওয়ার দরকার হয় তাহলে তিনি অন্যভাবে আমাদের শিক্ষা দিবেন। এজন্য তুমি এত মাথা ঘামাও কেন ?তুমি নিজের চরকায় তেল দাও, আমাদের জন্য ভেবো না। হযরত হুদ (আ:) যখন লোকদের সৎ পথে আনতে পারলেন না তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর নিকট মনের দুঃখ আরজ করতে লাগলেন হে আল্লাহ আমার কথায় এরা কর্ণপাত মাত্র করল না। এরা বড় পাপী । তুমি ছাড়া এদের শিক্ষা দিতে পারে এমন আর কেউ নাই। তুমি সর্বশক্তিমান তুমি এদের চেতনা জাগ্রত কর। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। এরপর আলাইহিস সালাম ধর্ম প্রচার বন্ধ রেখে নিরবে নিজের ঘর সংসারের কাজে মন:সংযোগ হলেন কাফেররা এরূপ হচ্ছে চুপচাপ বসে থাকতে দেখে খুব ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। সবাই বলতে লাগলো। হুদ এবার ঠিক বুঝেছে আমাদের ঠকানো এত সহজ নয় তাই চুপচাপ বসে গেছে ঘর সংসার নিয়ে। বেচারা এত গলাবাজি করলো বটে কিন্তু কিছুই করতে পারল না। একদিন আল্লাহ হযরত আলাই সাল্লাম কে জানিয়ে দিলেন। এবার পৃথিবীতে ভয়ানক ঝড় বৃষ্টি হবে। তোমরা পরিজন বর্গ এবং সামান্য দু চারজন অনুচর যা আছে তাদের সঙ্গে নিয়ে একটি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করো। আল্লাহ তাআলার আদেশ পেয়ে হুদ আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটি গহ্বরে গিয়ে লুকালেন। অতঃপর ভীষণ ঝড় বৃষ্টি শুরু হল। প্রবাস ছাড়ো ঘূর্ণি বায়ুতে মাটির উপর ঘরবাড়ি গাছপালা কিছুই দাঁড়িয়ে রইলো না ।সমস্ত ধ্বংস হয়ে গেল। তারপর ধীরে ধীরে প্রকৃতি শান্ত হল ।তখন দেখা গেল আদ জাতীর। লোকদের ঘরবাড়ি চিন্ন মাত্রও নেই। এবং তারাও সবংসে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আল্লাহ তায়ালা পাপীদের এই রকমই শাস্তি দিয়ে থাকেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টুডে ডিজি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Related Post List in BlogPost